Environment
হিমাচল প্রদেশের মান্দি জেলাতে মাঝারি ভূমিকম্পের অনুভবে হিমাচলবাসী
শুক্রবার 2309 ঘন্টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছিল

সিমলা, 18 ডিসেম্বর (ইউএনআই): গত রাতে হিমাচল প্রদেশের মান্ডি জেলার কিছু অংশে রিখটার স্কেলে 2.9 পরিমাপের একটি মাঝারি তীব্রতার কম্পন, শনিবার ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে। আইএমডির মুখপাত্র বলেছেন যে শুক্রবার 2309 ঘন্টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছিল 31.46 ডিগ্রি উত্তর এবং 77.03 ডিগ্রি পূর্বে এবং সিমলা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মান্ডি জেলার পাহাড়ে পাঁচ কিলোমিটার গভীরে।ভূমিকম্পে জীবন বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।