West Bengal

ভোলবদলের অভিনব উদ্যোগপূর্ব রেলের : ‘ট্রেন-রেস্তোরাঁ’

গত ফেব্রুয়ারিতে চালু হয়েছে "চায়ে-চুন" নামে এই ট্রেন-রেস্তোরাঁ

পল্লবী কুন্ডু : লোকডাউনে বদলেছে সবকিছুই আর এবার ভোলবদলেছে স্টেশনেরও। পূর্ব রেলের তরফেও নতুন উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আসানসোল স্টেশনে(Asansol railway station) চালু হয়ে গিয়ে আশ্চর্য রেস্টুরেন্টে। যার নাম ‘Restaurant on Wheels’, এটা নিয়েই নতুন করে স্বপ্ন দেখছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের পুরোনো বাতিল দুটি কামরার ভোল বদলে রেস্টুরেন্টের আকার দিয়েছে রেল কর্তৃপক্ষ। এরমধ্যে একটি উন্নতমানের রেস্টুরেন্ট ও অপরটি সুসজ্জিত কফিবার, নাম “চায়ে চুন”(Chai Chun)।

আসানসোলের ডিআরএম জানিয়েছেন, রেস্তোরাঁটি আসানসোলের এক সংস্থা এবং কফিবারটি শিলিগুড়ির এক সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ফলে তাঁদের কাছ থেকে বছরে টাকা পাবে রেল। তাঁর আরও দাবি, বছরে ৫০ লাখ পর্যন্ত আয় হবে রেলের। এই ধরণের ট্রেন-রেস্তোরাঁ পূর্ব রেলের পক্ষ থেকে প্রথম উদ্যোগ। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেলের পুরোনো সম্পত্তি কীভাবে ব্যবহার করে আয় বাড়ানো যায় সেটা নিয়ে সাধারণ মানুষের কাছে প্রস্তাব চেয়েছিল রেলমন্ত্রক। তাতেই এই ধরনের রেস্টুরেন্ট চালুর প্রস্তাব আসে। যেটা মনে ধরে পূর্ব রেলের কর্তাদের। শিলিগুড়ি ও আসানসোলের দুটি সংস্থা রেলের বাতিল কামরা সুন্দরভাবে সাজিয়ে রেস্তোরাঁ ও কফিবার চালু করার প্রস্তাব দেয়। রেল সেই দুই সংস্থাকেই বরাত দেয়। এরজন্য দুটি বাতিল কামরাকে সম্পূর্ণ সরিয়ে নতুন করে রেস্তোরাঁ কফিশপের রূপ দিয়েছে রেল। একটিতে ৪২ আসনের আধুনিক রেস্তোরাঁ ও অন্যটিতে চা-কফি-স্ন্যাকসের স্বাদ নিতে পারছেন রেলযাত্রীরা।

গত ফেব্রুয়ারিতে চালু হয়েছে “চায়ে-চুন” নামে এই ট্রেন-রেস্তোরাঁ। বাইরে থেকে একঝলক দেখলে মনে হবে যেন ট্রেনের কামরা দাঁড় করানো আছে, ওই দুটি কামরার সঙ্গে জোড়া হয়েছে একটি পুরোনো স্টিম ইঞ্জিন। যার নাম “তিলোত্তমা”। কিন্তু কামরার ভিতর ঢুকলেই সামনে আসবে আসল রহস্য, পুরোদস্তুর আধুনিক এক রেস্তরাঁ। পাশের কামরা হয়েছে কফিবার, যেখানে চা-কফি-স্ন্যাকস দিনভর পাচ্ছেন যাত্রীরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading