১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ পড়াশোনা চালু, তবে করোনা বিধি মেনেই
পাশাপাশি জানানো হয়েছে , স্কুলে হাজিরার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে, যদি অভিভাবকরা চান, তা হলেই স্কুলে আসতে পারবে ছাত্রছাত্রীরা

পৃথা কাঞ্জিলাল : রাজ্যে স্কুল খুলতে শুরু করেছিল একটু একটু করে নতুন বছরের শুরুতেই। এবার দিল্লি সরকারও আগামী ১৮ জানুয়ারি থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিল। বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী দের জন্য স্কুল খোলার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, দিল্লিতে সিবিএসই বোর্ড পরীক্ষা এবং প্রাক্টিক্যালের কথা মাথায় রেখে ১৮ ই জানুয়ারি থেকে প্রাক্টিক্যাল, প্রোজেক্ট, কাউন্সেলিং ইত্যাদির জন্য ক্লাস ১০ ও ক্লাস ১২ এর স্কুল খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অভিভাবকদের সম্মতিতেই পড়ুয়ারা আসতে পারে। পড়ুয়াদের আসতে বাধ্য করা হবে না।’
২০২০ সালের ১৬ মার্চ দিল্লিতে করোনা মহামারির জেরে কেজরিওয়াল সরকার সমস্ত স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন থেকেই অনলাইন ক্লাস চলছে। এখন যখন দেশজুড়ে করোনা ভ্যাক্সিনেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়ে। ইতিমধ্যেই ১৯ জানুয়ারি স্কুল খোলার কথা ঘোষণা করেছে তামিলনাডু সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী পালানিস্বামী জানিয়েছেন, কোভিড -১৯ সুরক্ষা বিধি মেনেই পুনরায় স্কুল চালু হবে। তিনি জানান, আসন্ন বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পালানিস্বামী জানিয়েছেন, ‘৯৫ শতাংশ অভিভাবক বিদ্যালয় পুনরায় চালু করতে চাইছেন। প্রতি ক্লাসে কেবল ২৫ জন শিক্ষার্থীকেই অনুমতি দেওয়া হবে। এছাড়াও, রাজ্যের সব জেলায় কোভিডের ঘটনা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।’ পাশাপাশি তিনি আরো জানান, স্কুলগুলিতে শিক্ষার্থীদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ট্যাবলেট বিতরণ করা হবে।উল্লেখ্য, গত বছরের শুরুর দিক থেকেই সারা দেশে হাজার হাজার স্কুল বন্ধ করা হয়। এরপর দীর্ঘ লকডাউন পার করা গেলেও সম্ভব হয়নি স্কুল খোলা। তবে বেশ কয়েক জায়গায় এবার ধীরে ধীরে খুলতে চলেছে স্কুল। তিনি আরো জানান প্রতিটি স্কুলকে কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে।