Big Story
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে গ্রেফতার হলেন স্কুল শিক্ষিকা, হারালেন চাকরিও
ভারতীয় হয়ে পাকের জয় উল্লাসই হলো কাল

সায়ন দেবসিংহ : ভারত-পাক ম্যাচের দিন কোটি কোটি ভারতীয়র মতো নাফিসা আটারিও টিভিতে খেলা দেখছিলেন। ইনি রাজস্থানের বাসিন্দা এবং উদয়পুরের নিরজা মোদী স্কুলের এই শিক্ষিকা। ঠিক দুদিন পর তার ঠাঁই হলো জেল-এ। তার অপরাধ, হোয়াটস্যাপ স্টাটাসে পাকিস্তানের জয় উল্লাস লেখা ছিল।
উদয়পুরের অম্বা মাতা থানার পুলিশ নাফিসাকে গ্রেফতার করে। অম্বা মাতা থানার পুলিশ আধিকারিক নরপত সিংহ জানান, নাফিসাকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি (জাতীয় সংহতি বিরোধী) ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে তাঁর হাজতবাস হয়।