Sports Opinion

২২ গজ এবার কার পক্ষে ? মেলবোর্নে নতুন ১১ নিয়ে ভারত

অজিঙ্ক রাহানের নেতৃত্বে আগামী থেকে মেলবোর্নে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট

পল্লবী কুন্ডু : ২২ গজের লড়াইয়ে কে এগিয়ে অস্ট্রেলিয়া(Australia) নাকি ভারত(India), এই প্রশ্নের উত্তর খানিক হতাশ হবে ভারতীয় ভক্তমহল। প্রথম টেস্টে অবিশ্বাস্য ভাবে পরাজিত হয় ভারতীয় দল, অত্যন্ত আত্মবিশ্বাসী ভারতীয় দলকে দেখা যায় একেবারে অচেনা রূপে। তবে ২২ গজ কখন কার পক্ষে তা শুধুমাত্র সময় বলতে পারে। বিরাট হীন দল কতটা নিজেদের প্রমান করতে পারে তা দেখা যাবে দ্বিতীয়দিনের টেস্টেই। অজিঙ্ক রাহানের নেতৃত্বে আগামী থেকে মেলবোর্নে(Melbourne) শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

এবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারত। উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং ওপেনার পৃথ্বী শ বাদ পড়েছেন দল থেকে। টেস্টে অভিষেক ঘটবে ওপেনার শুভমন গিল এবং পেসার মহম্মদ সিরাজের। বেশকিছু বদলের পর ভারতীয় দলে, ওপেনার পৃথ্বী-র বদলে এলেন শুভমন। বিরাটের বদলে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বাংলার উইকেটকিপার ঋদ্ধির পরিবর্তে পন্থ। চোট পেয়ে ছিটকে যাওয়া শামির বদলে দলে নেওয়া হল সিরাজকে। যদি একবার প্রথম একাদশের দিক নজর দেওয়া যায় তবে রয়েছেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।

ওপেন করতে নামবেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল। ৩ নম্বরে চেতেশ্বর পূজারা। দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। মিডল অর্ডারে থাকবেন রাহানে, হনুমা বিহারী এবং উইকেটকিপার হিসেবে এবার দেখা যাবে ঋষভ পন্থকে। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে নেওয়া হয়েছে। দলে থাকছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩ পেসার নিয়েই নামবে ভারত। যশপ্রীত বুমরা, উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মহম্মদ সিরাজের।

খেলার মাঠের জল কোনদিকে গড়াতে চলেছে এখন শুধু তারই অপেক্ষায়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: