মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কবে হবে ? মত প্রকাশ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া প্রস্তাবেই সিলমোহর রাজ্য সরকারের

পল্লবী কুন্ডু : অতিমারীর করোনার তান্ডবে বিধ্বস্ত শিক্ষা মহল। সেই স্পষ্ট প্রভাব আগত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায়। পড়ুয়াদের মধ্যেও একটা সংশয় কাজ করছিলো সর্বদা যে, কখন কিভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এবার এবার কাটলো ধোঁয়াশা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে কি বলছে শিক্ষা দপ্তর ? জানা গেলো, আগামী জুন মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া প্রস্তাবেই সিলমোহর রাজ্য সরকারের(State Government)।
বেহালায় কন্যাশ্রী কলেজের উদ্বোধন প্রসঙ্গে এদিন শিক্ষা মন্ত্রী বলেন ” দুই বোর্ড জুন মাসে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছিল। আমরা সেই প্রস্তাব মেনে নিচ্ছি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আবার আমরা আলোচনায় বসব।” গত নভেম্বর মাসেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জুন মাসে পরীক্ষা নিয়ে প্রস্তাব পাঠায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। প্রস্তাবে কবে কোন পরীক্ষা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ও তারপর জুনের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে জুন মাসের শেষ অব্দি উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা।
তবে শীঘ্রই পরীক্ষা সূচি প্রকাশ করবে দুই বোর্ড। জানা গিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে সরকারিভাবে নির্দেশিকা এসে গেলেই মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ করবে।