পৌরসভা ভোটার সুস্থ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তার চরম প্রস্তুতি
কড়া নজরদারির ব্যবস্থা করতে চলেছে রাজ্য নির্বাচন পরিষদ

তিয়াসা মিত্র : রাজ্য নির্বাচন কমিশন-এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে পঞ্চায়েত ভোট-এর যে ভইয়া বহতা সাধারণ মানুষ দেখেছে তা যেন আবার ফিরে না আসে সেই কারণে পরিষদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তার প্রস্তুতি। এখনো অব্দি জানা যাচ্ছে প্রতিটি বুথে মোতায়েন করা হচ্ছে ১ জন সাব ইন্সপেক্টর ,১ জন এএসআই এবং দুজন করে সস্ত্র পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি অনুযায়ী এই রক্ষী সংখ্যা বাড়ানো হবে আরো।
জানা যাচ্ছে শেষ বারের যে পৌরসভার ভোট হয়েছিল সেখানে মোতাওন করা হয়েছিল সব মিলিয়ে প্রায়ই ৫০০০ রক্ষী। এইবার সেই সংখ্যা হবে কি না বা করতে লাগবে কি না সি নিয়ে কমিশনের সাথে দফায় দফায় যোগাযোগ করে চলছে পুলিশ ফোর্স। আপাতত সেই রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না সূত্র থেকে। এ ছাড়া নতুন তথ্য অনুসারে জানা যাচ্ছে ভোট বুথের চারি পাশে জারি হাঁকবে ১৪৪ ধারা।
চিত্র সৌজন্যে : OneIndia.Bengali