ধাপে ধাপে স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার
সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে পুনরায় চালু হয় সব স্তরের ক্লাস

মধুরিমা সেনগুপ্ত : আগামীকাল থেকেই রাজ্যে খুলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে আপাতত পুরোপুরি পঠন-পাঠন শুরু না হলেও নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী আগামীকাল থেকেই শুরু করবে পঠন-পাঠন। কিন্তু শুধু বম থেকে দ্বাদশ শ্রেণিই নয়, শীঘ্রই যাতে সব স্তরের ক্লাসগুলি শুরু করা যায় সেই দিকে এখন লক্ষ্য রাজ্য সরকারের। এ বিষয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ”জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানোটাই আমাদের প্রাথমিক অভিপ্রায়। তাই ধাপে ধাপে সব ক্লাসই খুলব। আমরা এখন নবম থেকে দ্বাদশ খুলছি। কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছি। এই অবস্থা কিছু দিন দেখে, পরিস্থিতি দেখে নিয়ে নিচু ক্লাসও খুলব।” তিনি আরও বলেন,”মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আমরা ১৬ নভেম্বর থেকে স্কুল খুলছি। পরবর্তীকালে নিচু ক্লাসও খোলার কথা ভাবা হচ্ছে। পরবর্তী পরিস্থিতি দেখে ধাপে ধাপে পুরো স্কুলই খুলে দেওয়ার ইচ্ছা আছে।”
পরিস্থিতি সামলে নিয়ে পুনরায় শিক্ষা পরিকাঠামো মজবুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ব্রাত্য বসুর ধাপে ধাপে স্কুল খোলার বার্তাতে খুশি অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই। সুতরাং বোঝাই যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে পুনরায় চালু হয় সব স্তরের ক্লাস।