মঙ্গলবার দেখা মিলতে পারে রোদের, জানালো মৌসুম ভবন
২০২১ সালে প্রতক্ষ হল ৬ মাস বৃষ্টি, বাকি সময়ের অতিথি বাকি ঋতুকাল

তিয়াসা মিত্র : দক্ষিণবঙ্গের আকাশে গত তিন দিন দেখা মেলেনি শীতের মিঠেল রোদের। বলা যেতে পারে আকাশের মুখভার এবং সাথে বিক্ষিপ্ত জায়গাতে চলছে বৃষ্টি। এর ফলে কমেছে শহর এবং শহরতলির পারদস্তম্ভ। গত শনিবার থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলে তা জানিয়ে দিয়েছিল মৌসুম ভবন , তবে তা থাকবে তিন দিন তা জানা ছিল না হাওয়া অফিস-এর। তাই সপ্তাহান্তের পাশাপাশি সপ্তারম্ভে একই দৃশ্য চোখে পড়লো কলকাতা তথা মফঃস্বল জেলা গুলি।
এমন দৃশ্য দেখা যাচ্ছে চরম বৃষ্টি বর্ধমানে। কিন্তু তার মধ্যেও সোমবারের অফিস, নিজের কাজ বাতিল করার উপায়ে নেই, তাই বৃষ্টি মাথায় নিয়েও চলছে জনজীবন।
বলাই বাহুল্য, জন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মতো অবস্থাতে। এই ধরণের আবহাওয়াতে হচ্ছে শারীরিক নানা গোলমেল।
তবে আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে , মঙ্গলবার থেকে উঠবে রোদ এবং পারদস্তম্ভ আরো কমার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে কৌতুক ভাবে বলা যায় , ২০২১ সালে মূলত বৃষ্টি কেন্দ্রিক রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ , বছরে ৬ মাস বৃষ্টি বাকি সময়ের অতিথি বাকি ঋতুকাল।