পার্থর হাজিরাতে স্থগিতাদেশ ! এসএসসি মামলা স্থগিত রাখলো ডিভিশন বেঞ্চ
বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে

তিয়াসা মিত্র : আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যেহাইজি কোর্ট জানিয়েছিল সিবিআই এর দরবারে হাজিরা দেওয়ার কথা সেই সময়ে-এর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। তবে এখনই তারপর জারি হলো স্থগিতাদেশ। । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থের আইনজীবী। একক বেঞ্চের নির্দেশ হাতে না পাওয়ায় নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা। ফলে মঙ্গলবার বিকেলে সিবিআই দফতরে হাজির হতে হচ্ছে না রাজ্যের শিল্পমন্ত্রী পার্থকে।
বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন জানতে চায়, একক বেঞ্চের নির্দেশনামা কি হাই কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে? কিন্তু দেখা যায়, তখনও একক বেঞ্চের নির্দেশ আপলোড হয়নি। এর পরই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পার্থর সিবিআই অফিসে হাজিরা-সহ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। মামলার পরবর্তী শুনানি তখনই শুরু হবে।
সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে পার্থর আবেদনের শুনানি স্থগিত করে দিয়েছেন বিচারপতিরা। বুধবার সকাল সাড়ে দশটায় পার্থর আবেদনের শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।