Big Story

আগামী তিন মাসে খুলতে পারে টালা ব্রিজ

দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ হয়ে রয়েছে টালা ব্রিজ

তিয়াসা মিত্র : বিগত ২ বছর ধরে বন্ধ এই ব্রিজ। যে ব্রিজটি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার সংযোগ স্থাপনে একটি বোরো অংশ গ্রহণ করে। ২০১৯ সালে এর সাথে পরীক্ষা করে জানা গিয়েছিলো সেই ব্রিজ অনেক জীর্ণ হয়ে পড়েছে যার ফলে যখন তখন দুর্ঘটনা ঘটার আশঙ্কা করে প্রশাসন। এই ব্রিজের সাথে রেলের একটি অংশ জড়িত আছে এবং তাই নিয়ে র্যালি-এর পরামর্শের বিষয়ে ছিল। কিন্তু, রেল অনুমতি না দেওয়াতে কাজ আটকে ছিল বহু দিন।

পরে তা শুরু হয়ে এবং মাঝ পথে কোরোনার কারণে ব্যাহত হয়ে কাজ. কিন্তু আজ সকালে পূর্তমন্ত্রী মলয় ঘটক পিরিদর্শনের পর জানান, আগামী তিন মাসে ব্রিজটি খোলা আমাদের পক্ষে সম্ভব হবে। দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ হয়ে রয়েছে টালা ব্রিজ। ফলে বিকল্প এবং ঘুরপথেই যান চলাচল করছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: