রাজ্যে আবারো মরণ কামড়, ফের ৮০০ পার
মোট টিকাকরন হয়েছে ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫

বনিতা রায় : নমুনা পরীক্ষা করার সাথে ৮০০ পার করল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। পাশাপাশি বহু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থ হয়েছেন ৮২৫ জন। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছে ২.৮৮ শতাংশ। আজ কিছুটা কমেছে ২.২১ শতাংশে দাঁড়িয়েছে।সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
মরন রোগে কলকাতায় গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দেশে কারোনায় মৃত্যু হয়েছে ৩০১ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ১১৫টি। একদিনে টিকাকরন হয়েছে ৬৭ লক্ষ ৮২ হাজার ৪২ জনের। করোনার মোট টিকাকরন হয়েছে ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জন। টিকাকরনে অনেক বেশি প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করছে যার ফলে করোনার ভয়াবহতা কিছুটা কম।