বন্ধ রাখা হলো উত্তর বঙ্গের ট্রেন চলাচল তও ৪ মাসের জন্য
আগামী ১-লা ডিসেম্বর থেকে ৪ মাস বন্ধ থাকবে উত্তরের ট্রেন গুলি

তিয়াসা মিত্র : কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢেকেছে জলপাইগুড়ি। বেলা বাড়লে দেখা দিচ্ছে সূর্য। এই অবস্থায় বাতিল হল তিস্তা তোর্সা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গের দূরপাল্লার একাধিক ট্রেন। কিন্তু সেটা এক দু’দিনের জন্য নয়, চার মাস-এর জন্য। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো রেল কতৃ পক্ষের তরফ থেকে ? জানা যাচ্ছে ঘন কুয়াশার জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল আগামী ৪ মাস।
এই বিষয়ক বিজ্ঞপ্তি গত ২৮-শে অক্টোবর বেরোয় এবং বলা হয়ে আগামী ১-লা ডিসেম্বর থেকে ৪ মাস বন্ধ থাকবে উত্তরের ট্রেন গুলি। এই বিষয়ে কে স্থানীয় বাসিন্দারা “আজব” বলে আখ্যা দিয়েছে, শুধু তাই নয় বণিক গোষ্ঠী অর্থাৎ বাবসাদারেরা যারা ব্যাবসার কাজে রেল পথ বেঁচে নিতেন বারবার তারাও ক্ষিপ্ত এই বিষয়ে। এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন চালু রাখার দাবি জানিয়ে বুধবার দুপুরেই জলপাইগুড়ি রোড রেল স্টেশনের ম্যানেজারকে স্মারকলিপি জমা দিলেন চেম্বার্স অফ কমার্সের সদস্যরা।
এখন দেখা বিষয়ে এই সিদ্ধান্ত কত দিন কার্যকরী থাকে বা আয়ের পরিণতি কি হবে।