
মধুরিমা সেনগুপ্ত: এতদিনের অপেক্ষার অবসান ঘটতে আর বেশি সময় বাকি নেই। বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাক্সিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।গতকালই রাজ্যে পৌঁছে যায় করোনার ভ্যাকসিন। কড়া পুলিশি নিরাপত্তায় তা পৌঁছে যাচ্ছে বিভিন্ন জেলায়। সোমবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভ্যাকসিন আসতে না আসতেই তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। জানা যাচ্ছে ভ্যাকসিন আসার তিন দিনের মধ্যে তা সব জেলায় জেলায় পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার।
বীরভূমের সিউড়িতে ইতিমধ্যে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। কড়া পুলিশি নিরাপত্তায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসে নিয়ে আসা হয় ভ্যাকসিনগুলি। বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট স্বাস্থ্য জেলার জন্য ১১৫০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে। ভ্যাকসিনের ভ্যান আসা মাত্রই মোমবাতি জ্বালিয়ে তাদের স্বাগত জানায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দফতরের কর্মীরা। ১৬ ই জানুয়ারি থেকে ভ্যাকসিন গুলো দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে সামনের সারিতে থেকে লড়ে যাওয়া সাস্থকর্মীদের। পরবর্তীকালে অন্যান্য সাধারণ মানুষকে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। বুধবার বাঁকুড়াতে পৌঁছেছে করোনার ভ্যাকসিন (Coronavirus vaccine)। এছাড়াও বিভিন্ন জেলা যেমন হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনার ভ্যাকসিন। আগামী ১৬ ই জানুয়ারি থেকেই সব জায়গায় টিকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।