Weather
বেপরোয়া উত্তুরে হাওয়াতে শহরের পারদস্তম্ভ আরো নিম্নমুখী
আবারো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

তিয়াসা মিত্র : বেশ কয়েকদিন ধরেই বেলা ফুরোলেই গায়ে লাগছে হালকা হাওয়া সাথে শীতের অনুভূতি। সেই সঙ্গেই নিম্নচাপের জের কিছুটা কাটলেও আবারো হতে পারে উপকূলবর্তী এলাকা গুলিতে বৃষ্টি সোমবার থেকে, বলছে মৌসম ভবন। তবে বর্তমানের মিঠেল রোদের পাশা পাশি চলছে উত্তরের হালকা হাওয়া।
এরই সাথে গত কাল রাতে পারদ স্তম্ভ নেমে দাঁড়ালো ১৮.২ডিগ্ৰী সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে রাতের দিকে বা সন্ধের দিক থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। তবে এই শীতের আমেজ ঠিক ভাবে অনুভব করতে গিয়েও কপালে ভাঁজ পড়ছে মানুষের।
সোমবার থেকে ফের বৃষ্টি আসতে পারে বলে অনুমান।