Weather

ফের হুমকির চিঠি আলিপুর আবহাওয়া দফতরে, সপ্তাহান্তে ভিজবে গোটা বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণবর্তের জেরে পুজোর আগেই বন্যার আশঙ্কা

শর্মিষ্ঠা বিশ্বাস: সোম ও মঙ্গলবারের অনবরত বৃষ্টিতে ভেসেছে গোটা বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আবারও নতুন করে ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যেটি শুক্রবার নিম্নচাপে রূপান্তরিত হয়ে, উত্তর-পশ্চিম এবং পশ্চিমে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে। ফলে শুক্র-শনিবার বজ্র-বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি। এরপর নিম্নচাপ উত্তরবঙ্গের দিকে প্রবেশ করলে শনি-রবিবার নাগাদ মুষলধারায় বৃষ্টি নামবে উত্তরবঙ্গেও। সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজোর আগে এহেন বৃষ্টির জেরে কলকাতা তথা বাংলা জুড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

গত দুদিনের ভারিবর্ষণের জেরে কলকাতার একাধিক রাস্তার জল এখনও শুকোয়নি। খড়্গপুর স্টেশনের একাংশ এখনও জলের তলায়, ফলে বাতিল হয়েছে বেশকিছু ট্রেন। দমদম বিমানবন্দরের রানওয়েতেও জল জমার কারণে ব্যাহত বিমান পরিষেবা। পুরুলিয়াতে ভারী বর্ষণের জেরে রেললাইনে নেমেছে ধস। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এখনও রেশ কাটেনি বৃষ্টির। তার মধ্যেই মাথাচাড়া দিয়েছে নতুন ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪%।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: