আগত কোরোনার নতুন রূপ কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে সতর্ক বার্তা দিলো বিশ্ব সাস্থ সংস্থা
এখনই হচ্ছেনা অতিমারী থেকে মুক্তি গোটা পৃথিবীর, ঘোষণা হু-এর

তিয়াসা মিত্র : বিগত দুটি বছর ধরে গোটা বিশ্বের ওপর দিয়ে চলেছে কোরোনার তান্ডব খেলা। এই মুহূর্তে দাঁড়িয়ে অমিক্রনের চোখ রাঙানি কিছু কম নয়। তবে সব শেষে নিজের অবস্থা উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা দেশ তথা গোটা পৃথিবীর। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্ব সাস্থ সংস্থা আবারো সতর্ক করলো গোটা বিশ্বকে। কোরোনার নতুন ভারিনত আবারো আসতে চলেছে, গবেষণা থেকে জানা গেছে এই ভেরিয়েন্ট আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর অর্থাৎ এতে সংক্রমিত হওয়ার সুযোগ বেশি।
তবে এখনই বলা সম্ভব নয় তাদের পক্ষে যে, এই ভেরিয়েন্টে মানুষের মৃত্যুর আশাঙ্কা কতখানি। প্রসঙ্গত কোভিডের প্রাথমিক রূপটির তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তার পর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা। আবার মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন। কাজেই যখনই কোভিডের কোনও রূপ উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গিয়েছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এর পর যদি উদ্বেগজনক কোনও রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান রূপগুলিকে। উদ্বেগ বাড়িয়ে কারখভের সাফ কথা কোভিডের পরবর্তী রূপগুলির মারণ ক্ষমতা কম হবে এমন কোনও নিশ্চয়তা নেই।