আবারো শুভেন্দুকে ঘিরে তৃণমূলের ” গো ব্যাক বিজেপি ” স্লোগান, কাঁথিতে উত্তেজনা
শব্দ বানে একে ওপরের দলকে ধিক্কার জানাতে থাকে

তিয়াসা মিত্র : শুক্রবার অর্থাৎ আজ সকালে কাঁথিতে ৬ নং. ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই মুহূর্তে তৃণমূলের ” গো ব্যাক ” স্লোগানের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। তবে এটি প্রথম নয়, এর আগেও বৃহস্পতিবারও একই ভাবে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখান পুরসভার তৃণমূল নেতা কর্মীরা। সে সব পাত্তা না দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান শুভেন্দু।
সূত্রে জানা যাচ্ছে , আজ সকালে অর্থাৎ শুক্রবার শুভেন্দু অধিকারী তার গাড়িতে কাঁথির ৬ নং ওয়ার্ড-এ পৌঁছন প্রচারের কাজে, কিন্তু সেই মুহূর্তে একদল তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে ” গো ব্যাক বিজেপি ” স্লোগান দিতে থাকে। তবে চুপ করে ছিলেননা বিজেপি অনুগামীরা, তারাও পাল্টা স্লোগান তুলতে থাকেন ” জয় শ্রী রাম ” বলে।
কিছুক্ষনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে এবং কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছে যায় এলাকাতে। তবে হাতাহাতি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, শব্দ বানে একে ওপরের দলকে ধিক্কার জানাতে থাকে এবং এই সবের মধ্যেই শুভেন্দু অধিকারি তার বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান।