Tech

নতুন বছরে, নতুন চমক : ভারতীয় বাজারে আসছে X7 সিরিজ

২০২১ সালেই ভারতে X7 সিরিজ লঞ্চ করবে Realme

পল্লবী কুন্ডু : নতুন বছরে এক রাশ সম্ভার নিয়ে হাজির রিয়েলমি। এবার ভারতীয় বাজারে আসছে X7 সিরিজ। গত নভেম্বরেই ভারতে Realme-র সিইও মাধব শেঠ একটি ট্যুইট করেছিলেন। সেই ট্যুইটে তিনি ঘোষণা করেছিলেন, ২০২১ সালেই ভারতে X7 সিরিজ লঞ্চ করবে Realme । পাশাপাশি, MediaTek সম্প্রতি ঘোষণা করে যে ২০২১ সালেই ভারতের মার্কেটে Dimensity 1000+ 5G SoC প্রসেসরের স্মার্টফোন চলে আসবে। এক্ষেত্রে, Realme X7 Pro মডেলেই থাকছে MediaTek-এর Dimensity 1000+ প্রসেসর।

গত সেপ্টেম্বরেই Realme X7-এর সঙ্গেই চিনে লঞ্চ করেছিল Realme X7 Pro। সে দেশে ফোনটির বর্তমান দাম CNY 2,199। অর্থাত্‍ ভারতীয় মূল্যে প্রায় 24,800 টাকা। আর এই দামটি Realme X7 Pro-র 6GB RAM এবং 128GB বিল্ট-ইন স্টোরেজের। রিয়েল মি চমত্‍কার এই স্মার্টফোনে একটি 6.55 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট। 32MP সেলফি ক্যামেরার জন্য Realme X7 Pro স্মার্টফোনের ডিসপ্লে-তে একটি পাঞ্চ-হোল কাট দেওয়া হয়েছে।

সাথে এই মডেলে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP-র। এছাড়াও এতে 8MP, 2MP এবং আর একটি 2MP-র সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। দুরন্ত পারফরম্যান্সের জন্য এই Realme X7 Pro-তে MediaTek-এর Dimensity 1000+ প্রসেসর থাকছে, যা কার্যক্ষমতায় Qualcomm Snapdragon 865 প্রসেসরের সমান। ফোনটির 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস রয়েছে।

২০২১ সালে নতুন বছর টা এবার আসছে নতুন আঙ্গিকে। সাথে রিয়েলমি নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: