Women

মেদিনীপুর লোকালে লেডিস কামরাতে ঘটলো লজ্জাজনক ঘটনা

সেই যুবক সকল মহিলার সম্মুখে নিজের গোপনাঙ্গ উন্মুক্তু করে হস্তমৈথুন করতে থাকে

তিয়াসা মিত্র : গতকাল সকাল ৮.৫০ এর হাওড়া থেকে মেদিনীপুর গামী লোকাল ট্রেনে মধ্য বয়সী এক যুবক লোকাল ট্রেনে ওঠে এবং মহিলাদের সাথে চরম খারাপ ব্যবহার করে। তাদের কে ছুতে শুরু করে খুব বাজে ভাবে এবং সেই সব কিছু ঘটনার ভিডিও করে এক অল্প বয়সী যুবতী। ততক্ষনে কামরাতে শোরগোল এবং ভয়ের সৃষ্টি হয়ে এবং মহিলারা তাকে তাড়ানোর নানা রকম চেষ্টা করে।

সেই ভিডিওতে দেখা গেছে একটি মেয়ে তাকে লাঠি পর্যন্ত মারে কিন্তু সেই নরপিচাশ নামেনা ট্রেন থেকে এবং মহিলারা অনেক ভাবে তাকে তাড়ানোর চেষ্টা হেরে যায়। ও দেখা গেছে সেই যুবক সকল মহিলার সম্মুখে নিজের গোপনাঙ্গ উন্মুক্তু করে হস্তমৈথুন করতে থাকে।

শেষে স্টেশন এলে মহিলাদের কিছু জন পাশের বগির লোকদের ডাকে এবং তাকে বেধড়ক গণ পিটুনি দিয়ে নামানো হয়ে টিকিয়াপাড়া স্টেশনে ও সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পরে পুলিশ সূত্রে খবর যুবকটি মানসিক ভাবে ভারসাম্যহীন। এই ভিডিও বিরুল হয়ে পরে গতকাল রাতের ভেতর এর সাথে গোটা সমাজ মাধ্যম ক্ষোভে ফেটে পড়েছে ও প্রশাসন এর কাছে শাস্তির আবেদন করছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: