
তিয়াসা মিত্র : গরমে হাঁসফাঁস অনুভূতি সকলের। তবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি স্বস্তি দিয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের , কিন্তু দক্ষিণে বৃষ্টির দেখা মিলবে কবে ? আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণে কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে যেমন, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। কলকাতার আবহাওয়া আপেক্ষিক এরকমই থাকবে তবে সন্ধে নাগাদ দখিনা বাতসের জন্য আরাম এবং স্বস্তি দুই মিলবে শহরবাসীর।
তবে আজকের আবহাওয়া কেমন যাবে সেটি দেখা যাক। আজকের সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা : ২৮°সেলসিয়াস ,
আর্দ্রতা : ৯৬%%, বাতাস : ১৯.৪ কিমি/ঘন্টা, মেঘে ঢাকা : ৭৮% .