“বাজলো ছুটির ঘন্টা” শীতের ছুটির নির্ঘণ্টতে চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি
বৃষ্টির পরে জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই, খবর মৌসুম ভবনের

তিয়াসা মিত্র : এই বারের মতন শীতের বিদায় বেলা চলেই এসেছে। কিন্তু প্রকৃতি হয়তো চায় বৃষ্টির জলে শীতকে বিদায় জানাতে, যেকারণে আজ সকাল থেকেই আকাশ-এর মুখ ভার এবং আংশিক বৃষ্টিপাত শুরুহয়েছে রাজ্যের কিছু কিছ অঞ্চলে। বলাই বাহুল্য যে ঝাড়খন্ডতে তৈরী হওয়া ঘূর্ণবাতের কারণে বসন্তের আকাশে মেঘেদের আনাগোনা।
তবে, রবিবারের ছুটির সকাল থেকে আকাশ মেঘলা এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের ঊর্ধ্বমুকী পারদ। গতকালের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবি ও সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বসন্ত সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টি।