
তিয়াসা মিত্র : অস্বস্তিকর গরমে কিছুটা স্বস্তি দিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে এমনটাই জানিয়ে ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৈশাখের সুভারম্ভের সাথে সাথে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি হয়ে একটু স্বস্তি নেমে আসবে কি না তা বলতে পারছে না মৌসম ভবন। আজ সকাল থেকেই উত্তর বঙ্গের আবহাওয়া আরামদায়েক। মেঘলা রয়েছে এবং সঙ্গে চলছে হাওয়া এবং এরই সাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
সেই ক্ষেত্রে, শহর এবং দক্ষিণবঙ্গের শহরতলি গুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া যা এই গনগনে গরম থেকে কিছু হলেও শান্তি দিতে পারে। তবে বৃষ্টি কে যে এখনই দক্ষিণের মানুষ আহ্বান জানাতে পারবে না, তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দেখতে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে শহর জুড়ে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা : ২৭° সেলসিয়াস,আর্দ্রতা থাকবে : ৯১%
বাতাস বইবে : ২৫.৯ কিমি/ঘন্টা, মেঘে ঢাকা থাকবে : ৭৮%