
চৈতালি বর্মন : বিভিন্ন সুবিধা দিতে কাল থেকে সরকার পৌঁছাবে সকলের দুয়ারে দুয়ারে। কদিন আগে বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, সামাজিক প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে যাবে সরকার।সরকারের বিভিন্ন সুবিধা যারা পায়নি বা যারা আবেদন করতে পারেনি তাদের অন্তর্ভুক্ত করতেই এই ব্যবস্থা।
গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ডের স্তরে এ জন্য শিবিরের আয়োজন করা হবে। স্থানীয় কোনও স্কুল বা কলেজের ভবন বা কমিউনিটি সেন্টারে এই সব শিবিরগুলি চলবে।
সরকারের ১০টি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে- স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, কাস্ট সার্টিফিকেট, তফসিলি বন্ধু, জয় জহর ও একশ দিনের কাজ। প্রথম রাউন্ড হবে ১লা ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর। দ্বিতীয় রাউন্ড চলবে ১৫থেকে ২৮। তৃতীয় রাউন্ট চলবে ২রা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। সমস্ত মানুষ যাতে সরকারের সকল সুবিধা ভোগ করতে পারে তার জন্য এই ব্যবস্থা।