ঐতিহ্যের ইতিহাসের ১৭৫ বছর উদযাপনে উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়
বহু ইতিহাসের সাক্ষী এই বিদ্যালয়

তিয়াসা মিত্র: উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের ১৭৫ তম বর্ষপূর্তি উদযাপন-উৎসবের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিন এক বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান ও প্রাক্তন অভিভাবক-অভিভাবিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা- শিক্ষাকর্মী এবং শহরের বিভিন্ন গুণী জন সহ প্রায় ৫২৫ জন মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিভিন্ন মাপের রনপা এবং আদিবাসী নৃত্য সহযোগে বিভিন্ন শিল্পীবৃন্দও এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। সুসজ্জিত ট্যাবলো, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রথমে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত জয়কৃষ্ণ পাঠাগার উত্তরপাড়ায় উপস্থিত হয়। সেখানে বিভিন্ন বিশিষ্ট মানুষের আবক্ষ মূর্তিতে মাল্যদান সমাপ্ত করে পদযাত্রা আবার জি টি রোড ধরে বিদ্যালয় ফিরে আসে। সাধারণ মানুষ উচ্ছ্বসিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অভিবাদন করেন। বিদ্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে আদিবাসী নৃত্য, রনপা নৃত্য এবং বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা প্রস্তুতকৃত নাটক মঞ্চস্থ হয়।
কোভিড অতিমারির আবহে সরকার নির্দেশিত বিধি ও নিয়মাবলী অনুসরণ করে মাস্ক পড়া ও স্যানিটাইজেশন সমস্ত পদ্ধতি অনুসরণ করার প্রয়াস এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায়।