Nation

প্রয়াণ ঘটলো ২৯ টি শাবকের মা ‘কলারওয়ালি’, ভারত জুড়ে শোকের ছায়া

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৯ টি শাবকের জন্ম দেন এই "সুপার মম"

তিয়াসা মিত্র : শনিবার সন্ধেবেলাতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশাস ত্যাগ করে মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের কিংবদন্তি এই বাঘিনী কলারওয়ালী। মারা যাওয়ার সময়ে তার বয়স হয়েছিল ১৭ বছর। বনবিদদের একটি দল গত এক সপ্তাহ ধরে তার স্বাস্থ্যের উপর নজর রাখছিল। ১৪ জানুয়ারি পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের পর্যটকরা তাকে শেষবারের মতো দেখতে পেয়েছিল। পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শনিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট নাগাদ কর্মঝিরি রেঞ্জে সে মারা যায়।

তার জীবিত অবস্থানে সে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৯ টি শাবকের জন্ম দেন , যার ফলে ভারতে বেশ অনেকটা ব্যাঘ্র পরিসংখ্যান বেড়েছে।তাকে সুপার মম আখ্যা দেওয়া হয়। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। এলাকা বাসীরা কেউ মালা দিয়ে কেউ হাত জড়ো করে তার মৃত্যুর জন্য শ্রদ্ধা জানানো হয়। মধ্যপ্রদেশকে বাঘ রাজ্যের মর্যাদা অর্জনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের সর্বদাই তার শাবকদের গর্জনে মুখরিত থাকবে। ২০০৮ সালের মার্চ মাসে বাঘটিকে একটি ট্রান্সমিটার যুক্ত গলাবন্ধনী (রেডিও-কলার) দেওয়া হয়েছিল। এর পরই তার নাম দেওয়া হয় কলারওয়ালি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: