দলের মধ্যেই কি ক্ষোভ বাড়ছে? সুরজিত্ সাহাকে নিয়ে কি বললেন দিলীপ ঘোষ?
বুধবার সুরজিত্ সাহাকে দলবিরোধী মন্তব্যের জেরে দল থেকে বহিস্কার করা হয়

মধুরিমা সেনগুপ্ত: শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকাল অর্থাৎ বুধবারই হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিত্ সাহাকে দল থেকে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি দলবিরোধী মন্তব্য করেছিলেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। এদিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে মুখ খোলেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ঠিকই আছে। পার্টির তরফে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। কেউ শৃঙ্খলা ভাঙলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলের পক্ষে এটাই যুক্তিসঙ্গত কাজ।’
গুঞ্জন উঠছে দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব আছে। নতুন আসা অনেক লোককে ২০২১ এর নির্বাচনে টিকিট দেওয়া হয়েছিল যারা পরে ছেড়ে গেছেন বা এখনো যাচ্ছেন। এর জেরে গেরুয়া শিবিরের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। শুভেন্দুকে নিয়ে কি সত্যি সত্যিই দলের মধ্যে ক্ষোভ বাড়ছে কিনা জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, ‘অসন্তোষ আগে থেকেই আছে। আস্তে আস্তে ওটা স্বাভাবিক হচ্ছে। যখন নির্বাচন হয়েছে তারপর থেকে অনেকেই চলে গিয়েছেন। মনের মধ্যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। বহু লোক এসেছে, বহু লোক চলে গিয়েছে। সেইজন্যে অনেকের ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে। অনেকে দল ছেড়ে চলে যাওয়াতেই শুভেন্দুর মতো নেতাকে ঘিরেও সন্দেহ তৈরি হয়েছে।’