করোনা আক্রান্তে শুধু ফুসফুস নয়, প্রভাবিত হয় হৃদযন্ত্র, সমাধান কোন পথে ?
"এই সময়টি হৃদ্যন্ত্রের উপর প্রভাব ফেলছে করোনা "- ডঃ কার্তিক বিশ্বাস

তিয়াসা মিত্র : করোনা আক্রমণে ফুসফুস প্রত্যক্ষভাবে প্রভাবিত হয় তা আমরা জানি তবে ও জানা দরকার যে ফুসফুসের পাশাপাশি হৃদযন্ত্রের ওপর পরে এর প্রভাব। সাম্প্রতিক করোনা-স্ফীতি ক্রমশ বাড়াচ্ছে উদ্বেগ। এই পর্যার স্ফীতিতে শারীরিক উপসর্গগুলি মৃদু হলেও কোভিড পরবর্তী অনেক সমস্যা থেকে যাচ্ছে। যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদের এই করোনা আবহে বাড়তি সচেতনতা নেওয়া প্রয়োজন। বিশেষ করে যাঁদের হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে। অমিক্রনের দাপট হোক বা কোরোনার মৃত্যুলীলা থেকে বেশি প্রভাববিস্তার করবে? সেই বিষয়ে ডঃ কার্তিক বিশ্বাস বিষয়টি পরিষ্কার করেছেন।
কার্তিক বাবু জানালেন, ‘‘এই সময়টি হৃদ্যন্ত্রের উপর প্রভাব ফেলছে। ২০২০ সালে আমরা যে করোনা স্ফীতি দেখেছিলাম সেই সময় করোনা আক্রান্ত হয়ে যত জন মারা গিয়েছিলেন তাঁদের অধিকাংশই কো-মর্বিডিটির শিকার। ডায়াবিটিস, ফুসফুসের কোনও রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি। কিন্তু এখানে একটা জিনিস বলা দরকার। যে শুধু ফুসফুস নয়, হৃদ্যন্ত্রের উপরও এর প্রভাব পড়ে। বিশেষ করে যাঁদের বাইপাস সার্জারি হয়েছে বা হৃদ পেশিতে কোনও সমস্যা আছে কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে এই রকম সমস্যা থাকলে করোনা একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে।’’ তিনি আরো বলেন, ” পেসমেকারের সাথে কোরোনার কোনো সরাসরি যোগ নেই, তবে হাঁ সচেতন থাকতে হবে সাবধানে থাকতে হবে.”