এবার অনলাইনেই কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উত্সব
চলচ্চিত্র উত্সবের ইতিহাসে এই প্রথম বার ভার্চুয়ালি পালিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

পল্লবী কুন্ডু : গোটা জগৎ টাই এখন যখন ভার্চুয়ালে বদ্ধ তখন বিনোদনই বা বাদ যাবে কেন ? প্রতি বছর হালকা ঠান্ডার একটা মনোরম পরিবেশ জানান দেয় উৎসব বেলার। আর এবার কথা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে(Kolkata International Film Festival)র। সারা কলকাতা জুড়ে এখন সাজো সাজো রব। শহরের বড় বড় সিনেমা হল থেকে থিয়েটার সব জায়গাতেই ভিড় জমিয়েছে সিনেপ্রেমীরা। তবে এ বার পরিস্থিতি যে আলাদা তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আন্তজার্তিক চলচ্চিত্র উত্সব হবে না, এই বিষয়টা যেন কখনোই মেনে নেওয়া যায়না।
আর তাই এবার পথ একটাই, তা হলো অনলাইন মাধ্যম। ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব পালিত হবে আগামী বছরের ৮-১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। দর্শকেরা অনলাইনেই দেখবেন। কলকাতার চলচ্চিত্র উত্সবে দেশ-বিদেশের খ্যাতনামা তারকা থেকে পরিচালক সকলেই উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে সারা দিয়ে এসেছেন বলিউডের অভিনেতা, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান সকলেই এসেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠান হল সম্প্রীতির, সংস্কৃতির ঐতিহ্য।
তবে এ বছর সে সবকিছুই বড্ডো ফ্যাকাশে। চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটিকে ভার্চুয়ালি করার। অমিতাভ এবং শাহরুখ সহ অন্যান্য তারকাদের যদি ঘণ্টাখানেকের জন্য এই ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির করানো যায়, সেই প্রচেষ্টাই এখন চলছে। চলচ্চিত্র উত্সবের ইতিহাসে এই প্রথম বার ভার্চুয়ালি পালিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। একেবারে না হওয়ার থেকে যা হচ্ছে তা-ই শ্রেয় বলে মনে করছেন অনেকেই।