Big Story
অন্তর্দলীয় টানাপোড়েনেই এবার পদত্যাগের ইস্তেহার ক্যাপ্টেনের
ইস্তফার কারণ জানিয়ে চিঠি সোনিয়া গান্ধীকে

শর্মিষ্ঠা বিশ্বাস: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার পর এবার কংগ্রেসের সাথেও সম্পর্ক ছিন্ন করতে চান অমরিন্দর সিং। গত মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পদত্যাগের চিঠি পাঠিয়েছেন এবং তাতে ইস্তফার কারণও জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাথে টুইটারেও ইস্তফার কথাও পোস্ট করেন তিনি। কংগ্রেস ছেড়ে নিজের দল ‘পাঞ্জাব লোক কংগ্রেস’ গঠন করবেন তিনি। তবে নির্বাচন কমিশনের কাছে সেই দলের নাম নথিভুক্ত বা দলের প্রতীকী এখনও ঘোষণা করা হয়নি।