Nation
এবার জঙ্গি হামলা উত্তর-পূর্বে, নিহত কমান্ডার অফিসারের পরিবারও
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ও তল্লাশি

শর্মিষ্ঠা বিশ্বাস: মনিপুরের চূড়াচাঁদপুরে সেনা কনভয়ের ওপর জঙ্গি হামলায় নিহত কমান্ডিং অফিসারের পরিবার-সহ মোট ৭ জন। শনিবার সকালে স্ত্রী-পুত্র ও সিক্যুরিটি টিম সহ কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠি মায়ানমার সীমান্তে এস সেকেন গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই হামলা করে জঙ্গিগোষ্ঠী। পাল্টা জবাবি হামলা করে জওয়ানরাও, তবে তাদের হামলায় কতজন জঙ্গি নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমান্ডার অফিসার, তাঁর স্ত্রী ও পুত্রের, বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
ইতিমধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ও তল্লাশি চালাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন ও আধা-সামরিক বাহিনী। মনিপুরের আচমকা পিছন থেকে করা এই জঙ্গি হামলায় প্রাথমিকভাবে পিপলস লিবারেশন বাহিনীকে সন্দেহ করছে সামরিকবাহিনী।