দুয়ারে রেশন প্রকল্পের বিপরীতে গরম নিশ্বাস ফেলছে দিলীপ বাবু
দিলীপ ঘোষের কথার আলোড়ন এবার সরাসরি নবান্নে

তিয়াসা মিত্র : গত মঙ্গলবার দীর্ঘদিনের লড়াই শেষে রাজ্যে দূষণ প্রকল্পের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষ ঘরে বসে রেশন পাবে। এই বিষয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ,তিনি বলেন -” লোককে দেখাচ্ছে আপনাদের জন্য আমি খুব ভাবি।লোক এটা চায়নি। কে পৌছাবে রেশন? ডিলারদের কোর্টে যেতে হল। লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন, এগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। ডিলারদের ভয় দেখিয়ে, চমকে বেশিদিন সরকার চালানো যায়না।”
ইতিমধ্যে অন্যদিকে চোখ কান খোলা রাখলে শোনা যাচ্ছে পৌরসভা ভোট না হওয়ার আশংকা তৈরী হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর
বক্তব্যে জানা যাচ্ছে। তাই মামলা চলাকালীন ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে না। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন- “ভোট স্থগিত হওয়ায় বিরোধীদের দায়ি করে সরকার। আসলে সরকার কথা শোনে না। তাই মানুষ কোর্টে যায় । পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।তাই মামলা চলাকালীন ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে না। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভোট স্থগিত হওয়ায় বিরোধীদের দায়ি করে সরকার। আসলে সরকার কথা শোনে না। তাই মানুষ কোর্টে যায় । পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। আমরা গোড়া থেকেই বলছি, সর্বত্র একসঙ্গে ভোট হোক’ ।
ইতিমধ্যে দিলীপ ঘোষের এই কটাক্ষের এবং ক্ষোভে উগ্রে দেওয়া অডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়েও পড়েছে সরকার মহলে।