Entertainment

নতুন ভূমিকায় টাইগার শ্রফ কেড়েছে ভক্ত মহলের মন

সোমবার প্রকাশ্যে এলো টাইগারের গানের গলার খানিক ঝলক, আর তাতেই সারা ফেলেছে ভক্তমহলে।

পল্লবী কুন্ডু : ফুল প্যাকেজে টাইগার শ্রফ। যাকে এক কথায় বলা যেতে পারে কম্বো প্যাক। আপনারা তো সকলেই এই অভিনেতার অভিনয় এবং নাচে মুগ্ধ হয়েছেন। তবে এবার চমক অনন্য জায়গায়। প্রকাশ্যে এলো টাইগারের নতুন গান। হ্যাঁ ঠিকই ভেবেছেন টাইগারের গলায় গাওয়া গান।সোমবার প্রকাশ্যে এলো টাইগারের গানের গলার খানিক ঝলক। আর তাতেই সারা ফেলার জোগাড়।

একেবারে চমক লাগলো ভক্তদের মনে। টাইগার শ্রফের গলায় গাওয়া গান- এর এক ঝলক প্রকাশ্যে আসতেই মুগ্ধ দর্শকেরা। মোশন পোস্টার সামনে এনে টাইগার লিখলেন. অনেক দিনের ইচ্ছে ছিল নিজের গানে নাচব, অভিনয় করব, এবার সেই স্বপ্ন সত্যির পথে। কিন্তু কখনই সেই ইচ্ছা জাগেনি, উদ্যোগ দেখা দেয়নি। অনেকটা সময় লেগেছে বিষয়টা নিয়ে ভাববে, চর্চা করতে, তবে লকডাউনকে নিজের মতো করে এভাবেই কাজে লাগিয়েছেন টাইগার।

এই অভিনেতার এত প্রতিভা দেখে তো রীতিমত বাকরুদ্ধ সকলে। পাশাপাশি তার প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তমহল। ভক্তদের সঙ্গে তা ভাগ করে নিতে উত্‍সাহী টাইগার। মুহূর্তে সেই মোশন পোস্টার ছড়িয়ে পড়ল নেট মহলে। আর এত সুন্দর গানের গলা এতদিন কেনই বা আড়াল করা ছিল সে প্রশ্নও উঠে এসেছে ইতিমধ্যে।

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: