মুখোমুখি লড়াইয়ে আপাতত নারাজ মুখ্যমন্ত্রী, ৭এর সভা স্থগিত
শহীদ দিবস উপলক্ষ্যে নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা বন্দোপাধ্যায়, উঠছে জল্পনা

পৃথা কাঞ্জিলাল : আগামী ৭ জানুয়ারি প্রস্তাবিত নন্দীগ্রামের তেখালির সভায় যোগ দেবার যে কথা ছিল তাতে যাবেন না তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তিনি না গেলেও প্রস্তাবিত সভাটি হবে বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ওই সভায় থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সোমবার এমনই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। ২০০৭ সালের শুরুতে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, সেই ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন হল ৭ জানুয়ারি।শহিদ দিবস উপলক্ষ্যে মূলত তৃণমূল প্রতি বছর সেখানে ‘শহিদ স্মরণে কর্মসূচি’- তে ঢালাও আয়োজন হয়ে করে। এবারেও তিনি ওইদিন নন্দীগ্রামে সভা করতে চেয়েছিলেন। তৃণমূলগত ভাবে অবশ্য পূর্বঘোষিত সভা হচ্ছে। তবে কেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যেতে পারছেন না, সে বিষয়ে তৈরী হয়েছে জল্পনা অবশ্য এখনো কিছু জানাননি অখিল। তৃণমূল সূত্রেও এখনও পর্যন্ত মমতার নন্দীগ্রামে অনুপস্থিতি নিয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, সোমবার অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী মমতার প্রশাসনিক সভা রয়েছে বোলপুরে। মঙ্গলবার রয়েছে রোড-শো। তার পর মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ সফর সেরেই ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করতে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু সোমবার অখিল জানিয়েছেন, মমতা সেখানে যাবেন না। যদিও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সভার ‘রাজনৈতিক গুরুত্ব’ অনেকটাই হ্রাস পেল বলে তৃণমূলের অন্দরে বিভিন্ন নেতা মনে করছেন। বস্তুত, তাঁরা অন্যায্য কিছুও মনে করছেন না।
নন্দীগ্রামে মমতার সভার অন্য ‘তাত্পর্য’ও ছিল। কারণ, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সভার পরদিন, ৮ তারিখে নন্দীগ্রামেই সভার ডাক দিয়ে রেখেছেন। প্রসঙ্গত, শুভেন্দু নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কও বটে এবং নন্দীগ্রাম আপাতত বিধায়কহীন। এখন দেখার, ‘পরিবর্তিত পরিস্থিতি’তে শুভেন্দু ৭ তারিখেই নন্দীগ্রামে সভা করেন কি না। তাঁর ঘনিষ্ঠ সূত্রের অবশ্য খবর, শুভেন্দু ৮ তারিখেই সভা করবেন। তাঁর এক অনুগামীর কথায়, ”মুখ্যমন্ত্রী না এলেও তৃণমূলের সভা তো ৭ তারিখে হবে। সেখান থেকে যা যা প্রশ্ন করা হবে, ৮ তারিখে তার জবাব দেবেন দাদা।” মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়ায় ৭ জানুয়ারির সভা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। ওই বৈঠকে স্থির হবে দলীয় কৌশল। এদিকে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে না যাওয়া নিয়ে স্বভাবতই আক্রমণাত্মক রূপে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, ”ভয়ে সভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী!”