Sports Opinion
অনুশীলন ছাড়াই আজ নামিবিয়ার বিরুদ্ধে বিরাটরা, নিয়মরক্ষার ম্যাচ
বিশ্বকাপের মঞ্চে বিরাটরা পুরোপুরি আফগান নির্ভর হয়ে পড়েছিল

সায়ন দেবসিংহ : রবিবার অব্দি সেমিফাইনালে যাওয়ার আশা দেখেছিলো বিরাটরা।রবিবার আফগানরা জিতলে নামিবিয়ার ম্যাচের গুরুত্ব থাকতো। কিন্তু নিউজিল্যান্ডের কাছে আফগানদের হার সেই শেষ আশাতেও জল ঢেলে দিলো ।বিশ্বকাপের মঞ্চে বিরাটরা পুরোপুরি আফগান নির্ভর হয়ে পড়েছিল। দুবাইয়ের স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বিরাটদের। কিন্তু গতকাল কিউইদের জয়ের পর অনুশীলন বাধ দিলো টিম ইন্ডিয়া।
আজ নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ভারতের। অনুশীলন ছাড়াই মাঠে নামবেন বিরাটরা। বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড-ভারত সিরিজ। আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতেই বিশ্বকাপের সফর শেষ করতে চায় দল।
‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ ফেইসবুক পেজ থেকে ছবিটি সংগৃহীত