প্রতিষ্ঠা দিবসে বেপাত্তা রাহুল গান্ধী, কটাক্ষ শিবরাজ সিং-এর
কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে দেশে উপস্থিত না থাকায় কটাক্ষের মুখে রাহুল গান্ধী

পল্লবী কুন্ডু : আজ কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস। তবে দেশে উপস্থিত নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। আর ঠিক সেই কারণেই এবার কটাক্ষের মুখোমুখি রাহুল। রাহুল বিদেশে থাকায় তাঁকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। রাহুল গান্ধীকে আক্রমণ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেন, কংগ্রেস ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে আর রাহুল গান্ধী বেপাত্তা। তবে কংগ্রসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, একটি ছোট ব্যক্তিগত সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গেছেন। তিনি কিছুদিনের জন্য বাইরে থাকবেন। এদিন দিল্লির সদর দফতরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল প্রসঙ্গে প্রশ্ন তোলা হলে তা এড়িয়ে যান তিনি।
কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীও তখন হাজির ছিলেন না, যখন বর্ষীয়ান নেতা একে অ্যান্টনী অনুষ্ঠানে দলীয় পতাকা তোলেন। রাহুলকে নিয়ে প্রশ্নের জবাবে সালমান খুরশিদ বলেন, “তাঁর অনুপস্থিতির ১০১টি কারণ থাকতে পারে। আমরা জল্পনা করতে চাই না। তিনি যখন বাইরে গেছেন, তখন নিষ্চয়ই বৈধ কারণ আছে. প্রিয্ঙ্কা জি এথানে আছেন।” সংশ্লিষ্ট বিষয় নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল বলেন, “রাহুল গান্ধী তাঁর দিদিমাকে দেখতে গেছেন। এটা কি অন্যায়? প্রত্যেকেরই ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার আছে। বিজেপি নীচু স্তরের রাজনীতি করছে। ওরা রাহুলকে টার্গেট করেছে কারণ ওরা একজন নেতাকেই টার্গেট করতে চায়।”
অন্যদিকে, কয়েক দিন আগেই দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন, যারা খারাপ নির্বাচনী ফলের পর দলের নেতৃত্বে বদল করার আর্জি জানিয়েছিলেন তারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রাহুল নেতাদের জানান, সবাই যেভাবে চাইবে, সেভাবেই তিনি দলের হয়ে কাজ করতে প্রস্তুত। তবে্ সূত্রের খবর, ফের দলের সভাপতি পদে ফিরতে চান না তিনি।