ভারতীয় বোলারদের দাপটে ১৯৫ রানেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন

পল্লবী কুন্ডু : দ্বিতীয় টেস্টের দিনে অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)র নেতৃত্বে আজ ২২ গজে ভারতী(India)য় দল। প্রথম ইনিংস এ ব্যাট হাতে নাম অস্ট্রেলিয়া(Australia)। ভারতীয় বোলারদের দাপটে ১৯৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। একদিকে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, ঠিক তার বিপরীতে শূন্য রানে প্যাভিলিয়নের পথে ওপেনার ময়ঙ্ক আগরওয়াল।
এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। বুমরা ঝড়ের দাপটে অস্ট্রেলিয়া স্থিতিশীল হতে বেশ কিছুটা সময় নেয়। শুরুটা ভালো না হলেও পরে নিজেদের ছন্দে ফেরে অস্ট্রেলিয়া। শূন্য রানে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার জো বার্ন্স। প্রথম উইকেট পড়ার পরে অবশ্য পার্টনারশিপ গড়েন আর এক ওপেনার ম্যাথু ওয়েড ও মার্নাশ লাবুশানে। দ্বিতীয় জন ধরে ব্যাট করলেও আক্রমণাত্মক খেলছিলেন ওয়েড। বিশেষ করে উমেশ যাদবের বলে বেশ কিছু বড় শট খেলেন তিনি। একটা বড় পার্টনারশিপের গড়ার লক্ষে ছিলেন তারা।
তবে ঠিক সময়ই মাস্টারস্ট্রোক অধিনায়ক রাহানের। তৃতীয় পেসার মহম্মদ সিরাজের জায়গায় রাহানে বল তুলে দিলেন আগের টেস্টের সবথেকে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিনের হাতে। ফের কামাল অশ্বিনের। ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়েডকে ৩০ রানের মাথায় ফেরালেন তিনি। শুধু তাই নয় লাঞ্চের বিরতির আগে অজি ব্যাটিংয়ের সেরা ভরসা স্টিভ স্মিথকে শূন্য রানে আউট করলেন তিনি। তিন উইকেট পড়ে যাওয়ার পরে পার্টনারশিপ গড়েন মার্নাস লাবুশানে ও ট্র্যাভিস হেড। দিন দিন আরও পরিণত হচ্ছে লাবুশানের ব্যাটিং। ধৈর্য নিয়ে খেলছিলেন তিনি। সাথে ছিলেন হেড।
পাশাপাশি একের পর এক অস্ত্র নিক্ষেপে ব্যস্ত বুমরা। ৩৮ রানের মাথায় হেডকে আউট করেন তিনি। লাবুশানেকে ৪৮ রানের মাথায় ফেরান সিরাজ। টেস্টে এটিই তাঁর প্রথম উইকেট। ক্যাচ ধরেন আর এক অভিষেককারী শুবমান গিল। তারপর হাজার চেষ্টা করেও গ্রিন ও পেইন দলকে পৌঁছে দিতে পারলেন না সাফল্যের চূড়ান্তে। ১২ রানের মাথায় গ্রিন সিরাজের ও ১৩ রানের মাথায় পেইন অশ্বিনের শিকার হন। অন্যদিকে স্টার্ককে ফেরান বুমরা। শেষ দিকে ১৭ বলে ২০ রানের একটা ক্যামিও খেলেন স্পিনার ন্যাথন লিওঁ। তার ফলে ১৯৫ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার স্কোর। শেষ দুটি উইকেট নেন জাদেজা ও বুমরা। একবার টেবিলের দিকে দেখলে বুমরাহ ৪টি, অশ্বিন ৩টি, সিরাজ ২টি ও জাদেজা ১টি উইকেট নিয়েছেন।
তবে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারতও। ব্যাট হাতে নেমে শুরুতেই শূন্য রানের মাথায় ময়ঙ্ক আগরওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক। বাঁ’হাতি বোলিংয়ের সামনে আরও একবার উইকেট খোয়ালেন তিনি। তারপরে পিচে দুই মেরু একদিকে তরুণ ওপেনার শুভমান গিল ও বিপরীতে অভিজ্ঞ চেতেশ্বর পুজারা। প্রথম দিনের শেষে ৩৬ রানে ১ উইকেট ভারতের। গিল ২৮ ও পুজারা ৭ রান করে ক্রিজে রয়েছেন। তবে দ্বিতীয় দিন ভারতের সামনে কেমন ভাবে আসতে চলেছে তা একমাত্র সময় বলতে পারবে। আগামীকাল দ্বিতীয় দিনে ভারতের পারফরমেন্স নিয়ে অত্যন্ত আগ্রহী সমর্থকেরা।