Weather
আজকের আবহাওয়ার গতিবিধি দেখে নেওয়া যাক এক ঝলকে
আজকে সর্বোচ্চ ত্বপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০° সেলসিয়াস

তিয়াসা মিত্র : গরমকাল যে এসে গেছে তা বলাই বাহুল্য , তবে এবছর ঠিক কতোটা দাহ পরিস্থিতি তৈরী হবে তা আগেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এখনই পারদের মাত্রা ৪০ ছুঁইছুঁই। মার্চের এই মদ্ধ গগনে রাজ্যবাসীদের গলদঘর্ম অবস্থা, বিশেষ করে কলকাতা জুড়ে। রোদের তেজে গায়ে হচ্ছে জ্বালা অনুভূতি। আর এরই সাথে বোঝাই যাচ্ছে, এই দোলে সূয্যি মামা তার ত্বাপ, রশ্মি দিয়ে দোল খেলবে শহরবাসীর সাথে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে , আজকে সর্বোচ্চ ত্বপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২০° সেলসিয়াস এরই সাথে বাতাসে আদ্রতা থাকবে ৬৫%, বাতাস বইবে ৭.০ কিমি/ঘন্টা ও আকাশে মেঘের পরিমান থাকবে ৫৮% .