
লেখক : শ্রী রাজর্ষি :
মেষ- মন অশান্ত থাকবে। নিজের ভাবনাচিন্তায় কাবু রাখুন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। কাজের প্রতি উৎসাহ এবং উন্মাদনা থাকবে। বিশৃঙ্খলভাবে দিন কাটবে। বন্ধুর সহযোগিতার আর্থিক সংকট থেকে মুক্ত হবেন। মেজাজ খিটখিটে থাকবে।
বৃষ- আত্মবিশ্বাস কম থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসবে। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। ভাইয়ের সহযোগিতায় পৈতৃক ব্যবসায় গতি আসবে। আয় বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। খরচ বাড়বে।
মিথুন- সংযত থাকুন। অযাচিত তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। অযাচিত ব্যয় বাড়তে পারে। আশা ও নিরাশার মিশ্র অনুভূতি থাকবে। পরিবারের সঙ্গে কোনও তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা হতে পারে। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বাড়বে।
কর্কট- গবেষণা সংক্রান্ত কাজে আগ্রহ বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। আশা ও নিরাশার মিশ্র অনুভূতি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বাড়বে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্য মিলবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
সিংহ- মানসিক সমস্যায় অস্থির হতে পারেন। কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। বন্ধুদের সহযোগিতা মিলবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। নয়া বাড়ি কিনতে পারেন। শিক্ষা সংক্রান্ত সাফল্য মিলবে। পোশাকের প্রতি আগ্রহ বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে।
কন্যা- শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। নিজের ভাবনাচিন্তা নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। খরচ বাড়বে। তা নিয়ে চিন্তিত থাকবেন। মায়ের থেকে অর্থ প্রাপ্তি হবে।
তুলা- সংযত থাকুন। অতিরিক্ত রাগ করবেন না। ব্যবসায় উন্নতি হবে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। রাজনৈতিক আকাঙ্খা পূরণ হবে। ধর্মীয় সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে মতভেদ হতে পারে। জীবন কষ্টময় হতে পারে।
বৃশ্চিক- মানসিক শান্তি বজায় থাকবে। তাও আত্মবিশ্বাস কম হতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবন কষ্টকর হতে পারে। খরচ বাড়তে পারে। তা নিয়ে চিন্তিত থাকবেন। সন্তানের শরীর খারাপ হতে পারে। বাড়ি কিনতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে।
ধনু- সংযত থাকুন। মানসিক শান্তি লাভের চেষ্টা করুন। কোনও সম্পত্তি থেকে আয় হতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে। চাকরিতে ভালো ফল মিলবে। কোনও ধর্মস্থানে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলুন।
মকর- মন অশান্ত থাকতে পারে। অকারণে রাগ করবেন না। ব্যবসায় পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। আত্মীয়ের পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। ভাইবোনের সহযোগিতা পাবেন। কোনও পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। বন্ধুর সহযোগিতা পাবেন।
কুম্ভ- কলা এবং সংগীতের প্রতি রুচি বাড়বে। ইচ্ছার বিরুদ্ধে চাকরিতে কোনও কাজ করতে হতে পারে। অধিক পরিশ্রম হবে। জেদ থাকবে। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। অন্যত্র যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে সফল হবেন।
মীন- মানসিক শান্তি থাকবে। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। পরিবারে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। গাড়ি কিনতে পারেন। সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে। অপরিকল্পিত খরচ বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। লাভ হবে।