Big Story

মোদী সরকারের কাছে সুভাষ চন্দ্র বোস ব্রহ্মহাস্ত্র, নিশানাতে কংগ্রেস পরিবার

আজকের সরকার ‘গর্বের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে’ আগের ভুলগুলিকে সংশোধন করছে- মোদী

তিয়াসা মিত্র : আগামীকাল ইন্ডিয়া গেট-এর তৃতীয় ছাত্রী স্তম্ভে সুভাষচন্দ্র বসুর লেজ়ার রশ্মির মাধ্যমে তৈরি ত্রিমাত্রিক ছবি বা হলোগ্রামের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কংগ্রেস তথা নেহরু-গান্ধী পরিবারকেই নিশানা করলেন। পাশাপাশি সুভাষচন্দ্রের বর্ণিত ‘রাষ্ট্রবাদ’ হিসেবে নিজের জাতীয়তাবাদী রাজনীতিকেই তুলে ধরলেন। যা বললেন তার সার কথা— “স্বাধীনতা সংগ্রামে ‘লাখো লাখো মানুষের’ ভূমিকা ছিল। কিন্তু সেই ইতিহাস চেপে দেওয়া হয়েছে। আজকের সরকার ‘গর্বের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে’ আগের ভুলগুলিকে সংশোধন করছে।”

প্রধান মন্ত্রী জানালেন এই হলফনামা সরিয়ে দেওয়া হবে যতদিন না গ্রানাইটের সুভাষ মূর্তি তৈরী হচ্ছে। রাইসিনা হিলসের উপর থেকে রাজপথের উপর দিয়ে ইন্ডিয়া গেটের দিকে তাকালে সোজাসুজি সুভাষচন্দ্রের মূর্তিই দেখা যাবে। ওই মূর্তি দৈর্ঘ্যে হবে ২৮ ফুট, প্রস্থে ৬ ফুট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন মোদী সরকার ক্ষমতাতে আসার পর থেকে সুভাষ চন্দ্রকে কেন্দ্র করে বার বার নেহেরু এবং গান্ধী পরিবারের দিকে আনুল তুলে গেছেন এবং এই সুযোগ তিনি খুব ভালো মতোই ব্যবহার করেছেন।

রবিবার সুভাষ চন্দ্র বোস -এর ১২৫ তম জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদী বলেন , ” আজ থেকেই স্বাধীনতার অমৃত মহোৎসব শুরু হলো সারা দেশ জুড়ে ” তার আগেই এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাঙালি হিসাবে ভেবেও গর্ববোধ হয়, রাজধানীর শিরো মনিতে থাকবে দেশের নায়ক-এর স্তম্ভ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: