“গীতশ্রী”-এর অবস্থা সংকটজন হলেও অবস্থা একটু স্থিতিশীল বর্তমানে
আজকের শারীরিক অবস্থা তার তুলনা মূলক ভালো

তিয়াসা মিত্র : বাংলার কালজয়ী গায়িকার অসুস্থতার খবর আমরা সবাই জানি, গতকাল তার করোনা রিপোর্ট আসে এবং পসিটিভ ফলাফল দেখা যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়-এর ফুসফুসে সংক্রমের কারণে তার শেষের কষ্ট শুরু হয় এবং কিছুক্ষনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর উদ্যোগে তাকে নিয়ে আশা হয় এসএসকেএম-এ ভর্তি করা হয়। তার অবস্থা সংকটজনক হলেও আজকে তার অবস্থা একটু স্থিতিশীল।
সূত্রে খবর তাকে শিফট করা হয়েছে অন্য একটি বেসরকারি হাসপাতালে যেখানে তিনি রয়েছেন জেনেরাল কোভিড ওয়ার্ড-এ। আজ সকালে তার পরীক্ষা করা হয় এবং চিকিৎসক বলেন, অনেক রক্তচাপ স্বাভাবিক রয়েছে এবং তার রক্ত পরীক্ষার নমুনাও তুলনামূলক ভালো। এরই সাথে আজকে সকালে তার রাইলস টিউব খুলে খ খাওয়ানো হয়েছে বলেও খবর সূত্রে। কিংবদন্তির কোমরেও ছিল একটু চোট আছে যার জন্য ফিজিওথেরাপিস ঠিক করা হয়েছে মেডিকেল বোর্ড থেকে। কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়-এর অনুরাগীরা তার আরোগ্য কামনাতে প্রায় প্রতিদিন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে বলেও খবর সূত্রে।