নভেম্বর মাস শেষের পথে কিন্তু তবুও দেখা মিলছে না শীতের
এখনই জাকিয়ে পড়ছে না শীত আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে

বনিতা রায় : প্রতিবার এই সময়ে কিছুটা শীতের আমেজ থাকে কিন্তু এবছর এখনও পর্যন্ত গরম কমছে না। এমত অবস্থায় একটাই প্রশ্ন সবার মুখে মুখে কবে আসবে শীত ? কবে শহরে দেখা দেবে বৃষ্টি ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরে আগের মতো কোনো মতেই জাকিয়ে শীত পড়বে না বাংলায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকেছিল, তার ফলে উপকূল এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতায় গত দুদিন ধরে সেই শিরশিরের ভাবটা উধাও হয়ে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশী অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৫৫ থেকে ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৪৩ শতাংশ। কলকাতা শহরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি।