ত্রিপুরার ভোট গণনায় এগিয়ে বিজেপি দ্বিতীয় স্থান তৃণমূলের, প্রথম স্থান বিজেপি-এর
১৩ নম্বর ওয়ার্ড-এ জয়ী তৃণমূল প্রার্থী সুমন পাল

তিয়াসা মিত্র : ইতিমধ্যে আগরতলার আমবাসাতে ১৩ নম্বর ওয়ার্ড-এ জয়ী তৃণমূল প্রার্থী সুমন পাল। এই নিয়েই ত্রিপুরাতে হাল খাতা হলো তৃণমূলের। ১১ নম্বর ওয়ার্ডে ৯ টি ভোট হেরে গেছে তৃণমূল, এবং ৫ নম্বর ওয়ার্ডে ২৫ ভোটে হেরেছে তৃণমূল। এর সাথে সাথে বামফ্রন্ট এবং কংগ্রেস-কে পিছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল। তবে ঘোষিত প্রত্তেকটিতে বিজেপির জয় অবসম্ভাবি।
তবে তৃণমূল থেকে জানানো হচ্ছ হাড্ডাহাড্ডি লড়াই চলছে বেশ কিছু ওয়ার্ডে। তবে এরই মধ্যে উঠে এসেছে রাজনৈনিক তরজা। সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ বলেছে-” তৃণমূল খালি লাফালাফি করেছে ত্রিপুরাতে , একটিও আসন পাবে না এইখানে। ” কিন্তু অনেক বললো অন্য কথা একটি স্থানে নিজের ঘাঁটি শক্ত করলো তৃণমূল।
দিলীপ ঘোষের পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। অন্যদিকে নিজেদের জয় নিশ্চিত মনে করেই রাস্তাতে নেমেছে বিজেপি-এর বিজয় মিছিল। টুইট করলেন প্রায় প্রত্যেক বিজেপি নেতা এবং অভিনন্দনে ভরিয়ে দিলেন ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লব দেব-কে। এখনো চলছে ভোট গণনা, চলছে রাজনৈনিক তরজা।