গোয়া নির্বাচনে ৫% ভোট পেয়ে ‘বৌনি’ তৃণমূলের , আগামীর পথ কি হবে ঘাষফুলের ?
গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৬টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বাকি আসনে লড়েছে জোটসঙ্গী এমজেপি

তিয়াসা মিত্র : তিন মাস আগে গোয়া নির্বাচনের মাঠে খেলতে নেমেছিল বাংলার তৃণমূল কংগ্রেস। লড়াইয়ের মধ্যে সৈকতরাজ্যে একটিও ঘাসফুল ফোটাতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রেরা। তিন মাসের প্রস্তুতিতে ৫ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছে গোয়া তৃণমূল। তবে তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি দু’টি আসন পেয়েছে।
তৃণমূলের টিকিটে ভোটে লড়ে পরাজিত হয়েছেন গোয়ার ‘প্রভাবশালী’ প্রার্থী চার্চিল আলেমাও। প্রাক্তন এনসিপি বিধায়ক চার্চিলকে তাঁর পুরনো কেন্দ্র বেনোলিম থেকেই প্রার্থী করেছিলেন অভিষেকরা। কিন্তু একদা গোয়ার ১৩ দিনের মুখ্যমন্ত্রীও হারলেন প্রায় ৪,০০০ ভোটে। তাঁর হাত ধরেই গোয়ায় খাতা খোলার আশা ছিল তৃণমূলের। চার্চিলের কন্যা ভালাঙ্কাও তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছেন নভেলিম কেন্দ্র থেকে। তবে এ বার গোয়াতে দু’টি আসন পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৬টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বাকি আসনে লড়েছে জোটসঙ্গী এমজেপি। যাদের সমর্থনে গত বিধানসভা ভোটে সরকার গড়েছিল বিজেপি। গোয়ার ফলাফলের পর কলকাতায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘গোয়ায় আমরা সবেমাত্র পা রেখেছি। এই সামান্য সময়ে সেখানকার মানুষের সঙ্গে মেলামেশা করা, দলের প্রতীক চেনানোই ছিল বড় কথা। সেটা আমরা সন্তোষজনক ভাবেই করতে পেরেছি।’’ কুণাল আরও বলেন, ‘‘পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের পর কংগ্রেসের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা !’’