দিলীপের কটাক্ষের মুখে আবারো বাবুল সুপ্রিয়
"তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না।''- দিলীপ ঘোষ

তিয়াসা মিত্র : “সাপে এবং নেউলে” কথাটি হয়তো সঠিক খাপ খাওয়ানো যায় তৃণমূল এবং বিজেপি-এর দলের সদস্যদের মধ্যেকার সম্পর্ক দেখে। সবার প্রথম যে দুজন আমাদের প্রথমে চোখ কারেন তারা হলো বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষ। তাই আবারো জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কুকথা বা কটাক্ষের মুখে পড়লো বাবুল সুপ্রিয়।
এ বার প্রসঙ্গ আসন্ন পুরভোট। দিন কয়েক ধরেই জল্পনা তৈরি হয়েছে, আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। আরও শোনা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য বিজেপি-র সাংসদপদ ছাড়া বাবুল সুপ্রিয় । এ বার তা নিয়ে বাবুলকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর খোঁচা, ”তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না।”
একপদ নীতির কারণে হয়তো ফিরহাদ হাকিম পুরোভোটে দাঁড়াবেন না এবং সেই জায়গাতেই প্রশ্ন বা জল্পনা এইবারের ভোট টিকিট পেতে চলেছেন বাবুল সুপ্রিয়। তাই নিয়ে দিলীপ ঘোষ বলেন-“‘বাবুল কবে কলকাতায় কাজ করলেন? উনি তো কলকাতার ভোটারই নন!” তবে উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে বাবুলের পৈত্রিক বাড়িটি এখনও রয়েছে। বাবুল সেই ওয়ার্ডের ভোটার হয়ে নির্বাচনে লড়বেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এখন দেখার বিষয়ে একটাই জল্পনা সত্যঘটনাতে রূপান্তরিত হয়ে কি না।