
সায়ন দেবসিংহ : ভারত-বাংলাদেশ সীমান্তে কোচবিহারের সিতাইয়ের সাতভাণ্ডারি এলাকায় বিএসএফের গুলিতে মৃত ২ গরুপাচারকারীর। রাত ৩টের সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক বিএসএফ জওয়ানও আহত হয়। সীমান্তে বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাঁধা দেওয়ায় তারা হামলা করে জওয়ানদের ওপর। এর ফলেই আহত হন এক জওয়ান।
বিএসএফ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা ভারতে করে বাঁশের ক্যান্টিলিভার ব্যবহার করে গবাদি পশু পাচারের চেষ্টা করে। বিএসএফ তাদের ফিরে যেতে সতর্ক করেছিল। কিন্তু তারা লোহার রড ও লাঠি দিয়ে বিএসএফ জওয়ানদের উপরে আক্রমণ করেছে। সেই কারণেই গুলি চালাতে বাধ্য হতে হয়। আর তাতেই মৃত্যু হয় ২ পাচারকারীর।