রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ছাড়পত্র ইউজিসি-র
করোনা আবহে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে।

পল্লবী কুন্ডু : করোনা আবহে বারংবার সঙ্কটের মুখে পড়েছে শিক্ষাক্ষেত্র। কিন্তু সেই জায়গা থেকেই ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গোটা মহল। আর এবার রাজ্যের সেই আবেদনে সারা দিলো কেন্দ্র সরকার।সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন,করোনা আবহে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু অক্টোবরের মধ্যেই ফলপ্রকাশ বাধ্যতামূলক বলে জানিয়েছেন ইউজিসি।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।চলতি আবহে শিক্ষাক্ষেত্রে যা ক্ষতি এসেছে তাই খেসারত ছাত্র-ছাত্রীদেরই চোকাতে হয়েছে।শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো অক্টোবরেই এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। সেইমতো করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার।ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরের প্রথম দিকেই পরীক্ষা নেওয়া হবে এবং অক্টোবরের মধ্যেই সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে মাঝে থাকবে পুজো।
পরীক্ষার চূড়ান্ত খবর পাওয়ার পরেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ প্রস্তুতি পর্ব। অনলাইনে পরীক্ষা নেওয়া হলে খুব দ্রুতই এর ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাই মঞ্জুরি কমিশনের নির্দেশমতো অক্টোবরে পরীক্ষা নিয়ে ওই মাসেই ফলাফল প্রকাশ করতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।পাশাপাশি পড়ুয়াদের মাথা থেকেও কাটলো চিন্তার মেঘ।