UNESCO গ্লোবাল মিডিয়া এবং তথ্য সাক্ষরতা সপ্তাহ, বিশ্ব শহর দিবস উদযাপনে ওপিনিয়ন টাইমস এর সাথে চুক্তি
কলকাতা পুজোর সংঘঠন থেকে থিম , কর্পোরেট সংখ্যা থেকে স্কুল বিশ্ববিদ্যালয় , খেলার মাঠ থেকে সরকারি-বেসরকারী সংস্থা কে যুক্ত করে আন্তর্জাতিক শিরোনামের পথে কলকাতা

নিজস্ব সংবাদাতা : বর্তমান সময়ে আমরা প্রত্যেকে মিডিয়া এবং তথ্য সাক্ষরতা কর্মসূচিকে নিজেদের মতো করে ব্যবহার করি। অন্ন-বস্ত্র-বাসস্থান -শিক্ষা-সামাজিক উন্নয়ন-সাংস্কৃতিক যোগাযোগ ইত্যাদি বিষয়ে আমরা বিভিন্ন তথ্যাবলী গণমাধ্যমে ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে অনেক ক্ষেত্রে সেই তথ্যাবলীর সত্যতা না জেনেও আমরা শেয়ার করি ফলে বিভিন্ন মানুষের বঞ্চিত হওয়ার জায়গা তৈরি হয়। এই প্রেক্ষাপটে সারা পৃথিবীতে সচেতনতা কর্মসূচি পরিচালনার জন্য ইউনেস্কোর নানান ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
আমাদের রাজ্যের একটি ডিজিটাল মাধ্যম – ওপিনিয়ন টাইমস বিগত দুই বছর ধরে ইউনেস্কোর মিডিয়া এবং তথ্য সাক্ষরতা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে চলেছে। খুব সম্প্রতি ইউনেস্কোর নয়াদিল্লি আঞ্চলিক অফিসের পরিচালক এবং ভুটান ভারত মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় ইউনেস্কোর প্রতিনিধির পক্ষ থেকে ওপিনিয়ন টাইমস পরিচালিত ২০ তম যুব কল্যাণ শারদ সম্মানকে ইউনেস্কোর পার্টনারশীপ এর স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউনেস্কোর গ্লোবাল মিল সপ্তাহ এবং বিশ্ব শহর দিবস উদযাপনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে বিভিন্ন দুর্গাপূজা যেভাবে সংঘটিত হয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন পঞ্জিকরণ কর্মসূচি এর মধ্যে রয়েছে।
ইউনেস্কোর সহায়তায় ওপিনিয়ন টাইমসের পক্ষ থেকে বর্তমানে আমাদের রাজ্যের বিভিন্ন ক্লাবের দুর্গাপূজা উৎসববের থিম বিশেষ করে সাক্ষরতা উদ্যোগ, বিভিন্ন সামাজিক সমস্যা, শিশু শ্রমিক সমস্যা, নারীর সমানাধিকার, শিশু ও নারী পাচার ইত্যাদি সমস্যা গুলির উপর বিভিন্ন দুর্গাপুজো ক্লাব যে থিম তৈরি করেছে তার ডকুমেন্টেশন, সেই থিম গুলির বিভিন্ন মাধ্যমে শৈল্পিক প্রদর্শন, মিডিয়ার ব্যবহার সম্পর্কে ব্যাপক সচেতনতা, মানুষের প্রচার, বিভিন্ন ক্লাব সংগঠন যারা উৎসবে বিভিন্ন মানুষকে একত্রে তাদের মন্ডপে এনে বিভিন্নভাবে তাদের শিল্পকলা প্রদর্শনী করেছেন তাদের সাক্ষাৎকার নথিভুক্তকরণ, স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনেস্কোর সাক্ষরতা কর্মসূচির সঙ্গে যুক্ত করা
এই উদ্যোগের ফলে এবার আন্তর্জাতিক বিশ্ব শহর দিবস এর তালিকায় যুক্ত হবার একধাপ এগিয়ে গেল এক বেসরকারি সংস্থা ওপিনিয়ন টাইমস এর হাত ধরে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী কে চেয়ারম্যান করে রাজ্যে ৩০ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি হয়েছে , যাতে আগামীদিনে এই রাজ্য সহ সারা দেশে এই উদ্যোগকে ছড়িয়ে দেওয়া যায়। সম্প্রতি ২৯ শে অক্টোবর চেন্নাইয়ের বাঙালিরা উপস্থিত হয়েছিলেন ইন্ডিয়া ফেস্টিভ বুকের আহ্বানে এক পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে , আর এই অনুষ্ঠানে কলকাতা থেকে UNESCO গ্লোবাল মিডিয়া এবং তথ্য সাক্ষরতা সপ্তাহ, বিশ্ব শহর দিবস উদযাপনের পক্ষে ওপিনিয়ন টাইমস এর ড: সৌগত বসু , বিচারপতি সমরেশ ব্যানার্জী ডিজিটালি হাজির ছিলেন উদ্যোগের পক্ষে। এর ফলে বিভিন্ন সামাজিক উদ্যোগ গুলিকে যুক্ত করে নতুন দৃষ্টান্ত স্থাপনায় আবারও কলকাতা।