আনলক ৫ এর মধ্যে নতুন কিছু নির্দেশ মেনে চলার নির্দেশ দিল রাজ্য
নিয়মের উপর নিয়ম, নতুন করে একাধিক নির্দেশিকা

চৈতালি বর্মন : কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে আনলক ৫(Unlock 5)এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এবার রাজ্যের তরফেও জারি হলো একাধিক নিৰ্দেশিকা। কেন্দ্রের মতোই রাজ্য সরকারের বিধিও বহাল থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত। নবান্নের(Nabanna) তরফ থেকে একথা জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পঠনপাঠন হবে না অঙ্গুয়ারী কেন্দ্র গুলিতেও। এছাড়াও কোনো প্রশিক্ষণ ছাড়া খোলা যাবে না সুইমিং পুল।
কন্টেনমেন জোনের বাইরে কোনো সিনেমা হল,মালিপেক্স ,থিয়েটার খুলবে। কিন্তু দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না। কন্টেনমেন্ট জোনের বাইরে সংশিলষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সমস্ত রকম নিয়ম বিধি মেনে বিনোদন মূলক ,সাংকৃতিক ,নাচ গান সংকান্ত ধর্মীয়ও ও রাজনৈতিক জমায়েত করা হবে। জমায়েত ক্ষেত্রে হলের ক্ষমতা হতে হবে ৫০ শতাংশ।
এছাড়াও আরো কিছু বিধি জারি করেছেন, খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে জায়গার আয়তন অনুযায়ী লোক জমায়েত করতে হবে। মাস্ক পড়তে হবে,স্যানিটাইজার ব্যবহার করতে হবে,দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও বাইরে বেড়ানোর সময় নাক মুখ ঢাকতে হবে ,স্যানিটাইজার ব্যবহার করতে হবে।