Travel

খুলছে শহরতলির সকল মিউজিয়াম, তবে মানতে হবে নিয়ম বিধি

শীতের আমেজে আনলক পর্বে খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর

দেবশ্রী কয়াল : সময় হয়েছে এবার ঘুরে বেড়ানোর, পড়ে গেছে শীতের আমেজ। তবে বর্তমান পরিস্থিতির জেরে মানুষ কোথাও যেতে ভয় পাচ্ছেন। এদিকে আনলক পর্বে আগেই খুলে গিয়েছিল চিড়িয়াখানার দ্বার জন সাধারনের জন্যে। তারপর খুলেছে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হলও। আগামী বুধবার থেকে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পরিষেবাও। ফলে স্বাভাবিক ভাবে মানুষ এবার ধীরে ধীরে বের হচ্ছেন। আর এই শীতের আমেজে পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।

আর এবার ভ্রমন পিপাসুদের জন্যে রইল সুখবর। আগামীকাল, মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ভারতীয় জাদুঘর *(Indian Museum), সায়েন্স সিটি(Science City) ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম (Birla Industrial and Science Museum)। তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে জারি হয় সকল নির্দেশিকা মেনেই এগুলিকে খোলা রাখতে হবে। দর্শনার্থীদেরকেও সকল নিয়ম মেনেই ঘুরতে হবে।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে নির্দেশিকা জারিতে করোনা আবহে দর্শকদের মেনে চলতে বেশ কিছু নিয়মাবলী, সেগুলি হল :

(১) প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন।

(২) সকলের জন্যে মাস্ক হবে বাধ্যতামূলক।

(৩)প্রত্যেককে মানতে হবে সোশ্যাল ডিস্ট্যানসিং

(৪) স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

(৫) যাতে কাউন্টার গুলিতে ভিড় বেশি না হয় সেই জন্যে অনলাইন টিকিটের উপর জোর দেওয়া হচ্ছে।

(৬) কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স।

(৭) প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: